21 October 2024

 হাসান রহ. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, " একদল মানুষ যখল আল্লাহ তা'আলার (বানী নিয়ে) আলোচনা করার উদ্দেশ্যে (কোথাও) বসে, আল্লাহ তাঁর ফেরেশতাদেরকে বলেন, " আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি; তাদেরকে করুণার চাদরে আচ্ছাদিত করে দাও"। ফেরেশতারা বলে, " হে আমাদের রব! তাদের মধ্যে তো অমুক ব্যাক্তিও রয়েছে।(__যে ঐ মানের নয়)। আল্লাহ বলেন, "এরা এমন দল যাদের মধ্যে একজন উপবিষ্টকেও হতভাগা করা হবে না"।


মাজমাউয যাওয়াইদ, ১০/৭৭

 বই: রাসুলের চোখে দুনিয়া, পৃষ্ঠা: ৯৮

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post