21 October 2024

৬টি দোয়া ও জিকির কুরআন ও হাদিস এ বর্ণিত সকল দোয়া ও জিকির এর খোলাছা,সারমর্ম ও নির্জাস।

৬টি দোয়া ও জিকির কুরআন ও হাদিস এ বর্ণিত সকল দোয়া ও জিকির এর খোলাছা,সারমর্ম ও নির্জাস। এই ৬টি দোয়া ও জিকির যদি কেউ নিয়মিত আকড়ে ধরে তাহলে কুরআন ও হাদিস এর যতগুলো দোয়া ও জিকির আছে কেমন যেন তার নির্জাসটা নিয়মিত সে আমল করলো।


১.দরুদ শরীফ (ছোট বড় যে কোনো) 

২.ইস্তেগফার ( ছোট বড় যে কোনো)

৩.ইয়া জালজালালি ওয়াল ইকরাম।

৪.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 

৫. লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জোয়ালিমিন। (দোয়া ইউনুস)

৬.সুবহানআল্লাহ,আলহামদুলিল্লাহ,লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর। 


শায়খ আহমাদুল্লাহ

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post