30 October 2024

অজুর পর যে দোয়া পড়লে জান্নাতের সুসংবাদ

অজুর পর যে দোয়া পড়লে জান্নাতের সুসংবাদ

অজু সমাপ্ত করার পর এই দোয়া (কালেমা শাহাদাত) বলা মুস্তাহাব।



 উচ্চারণ : ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ’।


অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই।



তিনি এক। তাঁর কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও তাঁর রাসুল। ’

উপকারিতা : অজুর শেষে এই দোয়া পাঠকারীর জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হয়।



যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। (সহিহ মুসলিম, ত্বহারাত অধ্যায়, হাদিস : ৩৪৫)

অজু শেষে পড়ার আরেকটি দোয়া : অজুর শেষে এই দোয়া পড়ার কথাও সহিহ হাদিসে এসেছে।


উচ্চারণ : ‘আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়্যাবিনা ওয়াজ আলনি মিনাল মুতাত্বহহিরিন। ’


অর্থ : হে আল্লাহ, আমাকে আপনি তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।



(তিরমিজি, হাদিস : ৫৫; ইবনে মাজাহ, হাদিস : ৪৭০)

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post