21 October 2024

যে ব্যক্তি নিয়মিত ইসতিগফার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাকে সর্বপ্রকার বিপদ আপদ হতে মুক্ত করবেন।

 যে ব্যক্তি নিয়মিত ইসতিগফার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাকে সর্বপ্রকার বিপদ আপদ হতে মুক্ত করবেন। 


ও সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন, এবং তাঁর জন্য এমন স্থান হতে রিজিকের ব্যবস্থা করবেন, যা সে কল্পনাও করতে পারে না।


- [আবু দাউদ : ১৫১৮]...♥️🌸

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post