💥💥ইসলামী সাধারণ জ্ঞান💥💥
প্রশ্ন: সর্বপ্রথম নবী কে?
উত্তর: আদম (আ.)।
প্রশ্ন: কোন নবীর পিতা-মাতা কেউ ছিল না?
উত্তর: আদম (আ)।
প্রশ্ন: আদম (আ)-এর শারিরীক দৈর্ঘ্য কত ছিলো?
উত্তর: ৬০ হাত।
প্রশ্ন: কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন?
উত্তর: ঈসা (আ.)।
প্রশ্ন: কোন নবী নিজ জাতিকে ৯৫০ বছর দাওয়াত দেন?
উত্তর: নূহ (আ.)।
প্রশ্ন: কোন নবীর মু'জিযা চিরন্তন, যা কখনো বিলীন হবে না এবং সেটা কী?
উত্তর: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তা হচ্ছে আল কুরআন।
প্রশ্ন: কোন নবীকে আল্লাহ দীর্ঘকাল কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন? কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন?
উত্তর: আইয়ুব (আ.)।
প্রশ্ন: কোন নবী পশু-পাখী, বাতাসের সাথে কথা বলতেন?
উত্তর: সুলাইমান (আ.)
প্রশ্ন: পিতা-পুত্র উভয়েই নবী। কিন্তু উভয়কেই ইহুদীরা হত্যা করেছিলো, তারা কারা?
উত্তর: যাকারিয়া ও ইয়াহইয়া (আ.)। প্রশ্ন: কোন নবীকে আল্লাহ আসমানী কিতাব যাবুর দিয়েছিলেন এবং লোহা তাঁর হাতে নরম হয়ে যেত?
উত্তর: দাউদ (আ.) প্রশ্ন: কোন চারজন নবী আরব বংশোদ্ভূত?
উত্তর: হুদ, ছালেহ, শুআইব ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
প্রশ্ন: কোন দু'জন সহোদর ভাই দু'জনই নবী?
উত্তর: ইসমাঈল ও ইসহাক এবং মূসা ও হারুন (আ.)।
প্রশ্ন: কোন নবীকে মাছে গিলে ফেলেছিলো? দু'আ করার পর আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন?
উত্তর: ইউনুস (আ.)।
প্রশ্ন: কোন দু'জন নবীর স্ত্রীরা কাফের ছিলো?
উত্তর : নুহ ও লুত (আ.)।
প্রশ্ন: কোন নবীকে আল্লাহ আদ জাতির নিকট প্রেরণ করেছিলেন?
উত্তর: হুদ (আ.)।
প্রশ্ন: কোন দু'জন নবীকে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছিলেন।অথচ তাদের স্ত্রীগণ বন্ধ্যা ছিলেন?
উত্তর : ইবরাহীম ও যাকারিয়া (আ.)।
প্রশ্ন: কোন নবীর ছেলেকে কুফরির কারণে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন?
উত্তর: নূহ (আ.)-এর ছেলে কেনানকে।
প্রশ্ন: কোন নবীর সম্প্রদায়ের লোকেরা ওজনে কম দেয়ায় কুখ্যাতি অর্জন করেছিলো?
উত্তর শুআইব (আ.)- এর সম্প্রদায়।
প্রশ্ন: পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে?
উত্তর: ২৫ জন।
প্রশ্ন। কোন নারী বন্ধ্যা ও বৃদ্ধা হওয়ার পরও সন্তান লাভ করেছিলেন।
উত্তর: যাকারিয়া (আ.)-এর স্ত্রী।
প্রশ্ন: কোন নবীকে আল্লাহর কালেমা ও তাঁর রূহ বলা হয়?
উত্তর: ঈসা (আ.)।
প্রশ্ন: জনৈক মহিয়সী রমণী ও তাঁর সন্তানকে পবিত্র কুরআনে জগতবাসীর জন্য নিদর্শনহিসেবে আখ্যা দেয়া হয়েছে? তাঁরা কে কে?
উত্তর : মারিয়াম বিনতে ইমাম।
No comments:
Post a Comment