সকাল-সন্ধ্যায় পাঠ করার জন্য শ্রেষ্ঠ ৪টি যিকর ও তাসবিহ:
.
(১) নিচের তাসবিহটি মাত্র ১বার পড়লেই অনেক প্রতিদান:
.
لاَ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ
.
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া‘হদাহু লা শারি-কা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল ‘হামদু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদি-র)
.
অর্থ: আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি এক; তাঁর কোনো অংশীদার নেই। সকল প্রশংসা ও রাজত্ব তাঁরই; তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি সকালে (উপরের বাক্যটি) বলবে, সে ইসমাইল (আ.)-এর বংশের একজন দাস মুক্ত করার সওয়াব লাভ করবে, তার জন্য ১০টি নেকি লেখা হবে, তার ১০টি গুনাহ মাফ করা হবে, তার জন্য ১০টি মর্যাদা উন্নীত করা হবে এবং সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান(-এর প্ররোচনা ও ধোঁকা) থেকে সুরক্ষিত রাখা হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে, তার জন্যও সকাল পর্যন্ত অনুরূপ (প্রতিদান) থাকবে।” [ইমাম আবু দাউদ, আস-সুনান: ৫০৭৭; হাদিসটি সহিহ]
.
(২) যেকোনো বিপদ ও ক্ষতি থেকে নিরাপদে থাকতে:
.
بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
.
(বিসমিল্লা-হিল্লাযি লা ইয়াদুররু মা‘আসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিসসামা-ই ওয়া হুওয়াস সামি-‘উল ‘আলি-ম)
.
অর্থ: আল্লাহর নামে; যাঁর নামের সাথে (বরকতে) আসমান ও জমিনে কোনোকিছুই ক্ষতি করতে পারে না; তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।
.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ৩ বার (উপরের বাক্যটি) বলবে, কোনোকিছুই তার ক্ষতি করতে পারবে না।” [ইমাম আবু দাউদ, আস-সুনান: ৫০৮৮; ইমাম তিরমিযি, আস-সুনান: ৩৩৮৮; হাদিসটি হাসান]
.
(৩) যে বাক্যে আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত হয়:
.
رَضِيْتُ بِاللّٰهِ رَبًّا، وَّبِالْإِسْلاَمِ دِينًا وَّبِمُحَمَّدٍ ﷺ نَبِيًّا
.
{রাদ্বি-তু বিল্লা-হি রাব্বা, ওয়া বিল ইসলামি দ্বি-না, ওয়াবি মুহাম্মাদিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নাবিয়্যা}
.
অর্থ: আল্লাহকে রব, ইসলামকে দ্বীন ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবি হিসেবে গ্রহণ করে আমি সন্তুষ্ট।
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ৩বার বলবে (উপরের বাক্যটি), আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় যে, তিনি তাকে কিয়ামাতের দিন সন্তুষ্ট করবেন।” [ইমাম আহমাদ, আল-মুসনাদ: ১৮৯৬৭; হাদিসটির সনদ সহিহ লি গাইরিহি]
.
(৪) ছোট একটি তাসবিহ, নেকিতে যা অতুলনীয়:
.
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
.
(সুব‘হা-নাল্লা-হি ওয়া বি‘হামদিহি)
অর্থ: আল্লাহ পবিত্র ও প্রশংসা কেবল তাঁরই।
.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ১০০ বার বলবে (উপরের বাক্যটি), কিয়ামতের দিন তার তুলনায় উত্তম আমল নিয়ে কেউ আসবে না। তবে সে ব্যক্তি ব্যতীত, যে অনুরূপ (আমল) করবে অথবা তার এর বেশি করবে।” [ইমাম মুসলিম, আস-সহিহ: ৬৭৩৬]
শেষ পর্ব
🖋️Tasbeeh
No comments:
Post a Comment