21 October 2024

আপনি কি জানেন দোয়া কবুলের গল্পগুলো কেমন হয়

 "দু'আ কবুলের গল্পগুলো" আপনি কি জানেন দোয়া কবুলের গল্পগুলো কেমন হয়? কতটা অশ্রুসিক্ত আনন্দময় হয়? আমাদের আশেপাশের সাধারণ, অতি সাধারণ মানুষেরা জানে না কিভাবে দু’আ করতে হয়। কিভাবে ডাকলে আল্লাহ্‌ শুনেন, দু’আ কবুল করেন। অন্যদিকে অনেক মানুষ আছে যারা আল্লাহকে ডেকে সাড়া পেয়েছে, জীবনের মোড় ঘুরে গেছে, চরম হতাশা ও বিপদের মুহুর্তে এক আল্লাহ্‌র উপর তাওয়াক্কুল করে ফল পেয়েছে – এরকম মানুষের গল্প ভুড়িভুড়ি। তোমরা দু'আ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করো, ফলে তোমাদের দু'আ বিফলে যায়। তোমরা জানো না দু'আয় কি আছে; বরং শেষ রাতের দু'আ এমন এক তীর, যা কখনই লক্ষ্যচ্যুত হয় না। এই পৃথিবীর প্রতিটি মানুষের দুআ কবুলের গল্প এক এক রকম না, মানুষ দুআ তার প্রযোজন অনুযায়ী, বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায়, তাই দুআ কবুলের গল্পগুলো নানা রকম সঠিক সময়ে সঠিক উপায়ে আরো কত শত দোয়া কবুলের গল্প তৈরী হবে আমার... আপনার.... সবার.... ইন শা আল্লাহ।

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post