21 October 2024

পাপের অনিবার্য ফল হিসেবে বান্দা যে দরজাই খুলতে যায়, তা বন্ধ পায়।

পাপের অনিবার্য ফল হিসেবে বান্দা যে দরজাই খুলতে যায়, তা বন্ধ পায়।

সে যে কাজেই হাত দেয়, তা কঠিন হয়ে যায়।


অন্যদিকে যে বান্দা আল্লাহকে ভয় করে, তার বিষয়াদি তিনি সহজ করে দেন।


অতএব তাকওয়ার বিপরীত পথে চলা মানে, ব্যক্তি নিজেই নিজের কাজকে কঠিন করে ফেলা। 


- ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post