প্রত্যেক ফরয নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে দম দিতে হবে এবং হাতের তালুতে দম দিয়ে মাথা থেকে নিচের দিকে সারা শরীর মাসেহ করতে হবে আর মনে মনে বলতে হবে যে হে আল্লাহ একমাত্র নুরু জীন ছাড়া বাকী সব জ্বীন যেন আমাকে এবং আমার পরিবাবরের সকল সদস্যকে হজরত আজরাইল আ: এর আকৃতিতে দেখতে পায়।
এভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার, রাতে ঘুমানোর আগে একবার এভাবে প্রতিদিন ছয়বার করে আমলটি করতে হবে। এজন্য নামাজ মিস করা যাবে না। আমলও মিস করা যাবে না। একইভাবে নিজের বাচ্চা কেউ ফু দিতে হবে। প্রত্যেক ফরয নামাজের পরে নিজেকে এবং বাচ্চাকে ফু দিতে হবে। ঘুমের সময়ও বাচ্চাকে এবং নিজেকে দম দিতে হবে।
একা দ্বারে ৪০ দিন করতে হবে এই আমল। তাহলে কোন জ্বীন রাতে ডিস্টার্ব করতে পারবে না, ঘুমের মধ্যে স্বপ্নে কিছুই খাওয়াতে পারবেনা, জাদু কুফরি করতে পারবে না।
আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন আমিন। লিংকটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো
No comments:
Post a Comment