আল্লাহর রাসূল (সা.) বলেছেন- 'যখন কোনো বান্দা মিসওয়াক করে সালাতে দাঁড়ায়, তখন তার পেছনে একজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। সে তার তিলাওয়াত শুনতে থাকে। ফেরেশতা উক্ত বান্দার এতটাই নিকটে আসে যে, তার মুখের সাথে মুখ লাগিয়ে নেয়। বান্দার মুখ থেকে নিঃসৃত হওয়া কুরআনের বাণী সরাসরি ফেরেশতার হৃদয়ে পৌঁছে যায়। এভাবে বান্দার জবান বিশুদ্ধ হয়। [ ইবনুল বাজ্জার]
'আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রতি ওয়াক্ত সালাতের আগে মিসওয়াক করার আদেশ দিতাম। [বুখারী]
'মিসওয়াকের মাধ্যমে জবান পবিত্র হয়। আর এর মাধ্যমে আল্লাহ খুশি হন। [নাসায়ি]
সালাতে আমরা যেমন নিজেদের শরীরকে ঢেকে নিই, তেমনি আল্লাহ তায়ালাও আমাদের পাপসমূহ ঢেকে রাখেন। কারণ, তাঁর একটি সিফাতি নাম হচ্ছে আস-সাত্তার (যিনি বান্দার দোষ গোপন রাখেন)। সালাতে দাঁড়িয়ে আমাদের এমনসব গোপন পাপ নিয়ে ভাবা উচিত-যা শুধু আল্লাহই জানেন। এতে করে সালাতে লাজুক ভাব ও বিনয় সৃষ্টি হবে, হৃদয়জুড়ে অনুশোচনার ঝড় বইবে।
বই: সালাত যখন খুশবু ছড়ায়
No comments:
Post a Comment