08 November 2024

 অনেকেই জিজ্ঞেস করেছে কি কি দু'আ করবো?!

চাওয়ার কোনো শেষ নেই! যতোবেশী চাইবেন আল্লাহর কাছে আল্লাহ্‌ আপনার প্রতি ততো বেশী খুশী হবেন ইনশাআল্লাহ্! যে আল্লাহর কাছে চায়না আল্লাহ্‌ তার প্রতি নারাজ হন। যা কিছু চাওয়ার শুধুমাত্র আল্লাহর কাছে চাইবেন, বেশীবেশী দু'আ করবেন, শুয়ে বসে, হেঁটে হেঁটে যেকোন সময় যেকোনো ভাবে আপনি দোয়া করতে পারবেন। 

এমন নয় যে শুধু নামাজেই দোয়া করা যায়! আপনি যেকোনো সময় হাত তুলে কিংবা না তুলে মনে মনে আল্লাহ্কে ডাকতে পারেন, নিশ্চয়ই আল্লাহ্‌ সর্বশ্রোতা।

যেসব দোয়ার কথা আমার মনে পড়েছে সেসব উল্লেখ করলাম, আপনারা চাইলে আরোও অনেক বিষয়ে দোয়া করতে পারেন। যখন যা কিছু প্রয়োজন শুধু চাইতেই থাকুন, আল্লাহ্‌ কখনো বিরক্ত হয় না বান্দার ডাকে, বরং খুব বেশিই খুশি হন।


রাসূল (ﷺ) বলেছেন,

"তোমরা তোমাদের সকল প্রয়োজনে আল্লাহর কাছে চাইবে, এমনকি যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়, তাও একমাত্র তাঁর কাছেই চাইবে, এমনকি লবণও তাঁর কাছে চাইবে।"

(সুনানে তিরমিযী ৩৯৭৩, সহীহ ইবনু হিব্বান ১৪৮)


#দুআর_লিস্ট -


১। অতীতের সকল গুনাহ মাফের জন্য দোয়া।

২। কবীরা, সগীরা গুনাহ মাফের দোয়া।

৩। সকল কল্যাণের দোয়া।

৪। ঈমান বৃদ্ধির দোয়া।

৫। নিয়ামাহ স্থায়ী হওয়ার দোয়া।

৬। সকল অকল্যাণ হতে বাঁচার দোয়া।

৭। দ্বীনের ওপর অটল থাকার দোয়া।

৮। কঠিন রোগব্যাধি হতে বাঁচার দোয়া।

৯। আসমান, জমিনের সকল বালা, মুসিবত,পেরেশানি হতে বাঁচার দোয়া।

১০। বদনজর হতে বাঁচার দোয়া।

১১। উপকারী ইলম, গ্রহণযোগ্য আমলের দোয়া।

১২। ঋণ হতে বাঁচার দোয়া

১৩। অহংকার, শিরক, বিদআত হতে বাঁচার দোয়া।

১৪। আল্লাহ্‌ ও তার প্রিয়জনদের ভালোবাসা লাভের দোয়া।

১৫। দুশ্চরিত্র হতে বাঁচার দোয়া।

১৬। উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া।

১৭। পরিবারের সকলের সুস্থতা ও হিদায়াতের জন্য দোয়া।

১৮। আমল বৃদ্ধির জন্য দোয়া।

১৯। শত্রুর অনিষ্ট হতে বাঁচার দোয়া।

২০। সময়ে বারাকাহ পাওয়ার জন্য দোয়া।

২১। মুসলিম মজলুম ভাইবোনদের জন্য দোয়া।

২২। মৃত ব্যক্তিদের জন্য দোয়া।

২৩। নিজের ও অন্যদের হিদায়াতের জন্য দোয়া।

২৪। অনিচ্ছাকৃতভাবে গীবত হয়ে গেলে/কারোর হক নষ্ট করে থাকলে/কাউকে গালি দিয়ে থাকলে তাদের জন্য দোয়া।

২৫। প্রতিবেশী, আত্মীয়স্বজনদের জন্য দোয়া।

২৬। কবরের আযাব হতে বাঁচার দোয়া।

২৭। দাজ্জালের ফিতনা হতে বাঁচার দোয়া।

২৮। দুনিয়ার সকল ফিতনা হতে বাঁচার দোয়া।

২৯। সম্পদের খারাবি ও অভাব অনটন হতে রক্ষার জন্য দোয়া।

৩০। জান্নাত লাভের জন্য দোয়া।

৩১। জাহান্নাম হতে রক্ষা পাওয়ার দোয়া।

৩২। গুনাহ হতে দূরে থাকার জন্য দোয়া।

৩৩ ।আল্লাহর অনুগত বান্দা হওয়ার দোয়া।

৩৪। মুনাফিকী হতে বাঁচার দোয়া।

৩৫। হারাম হতে বাঁচার জন্য দোয়া।

৩৬। সহজ ও হালাল উপার্জনের জন্য দোয়া।

৩৭। সকল মুসলিম উম্মাহের জন্য দোয়া।

৩৮। যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া।

৩৯। জালিম শাসকের অনিষ্ট হতে বাঁচার দোয়া।

৪০। জালিম শাসকের হিদায়াত/ধ্বংসের দোয়া।

৪১। ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য দোয়া।

৪২। কাফিরদের অনিষ্ট হতে রক্ষা পাওয়ার দোয়া।

৪৩। সকল বদ অভ্যাস হতে বাঁচার দোয়া।

৪৪। নবীজী (ﷺ) এর শাফায়াত লাভের জন্য দোয়া।

৪৫। ব্যবহার সুন্দর হওয়ার জন্য দোয়া।

৪৬। শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার দোয়া।

৪৭। জ্বীন ও মানুষ শয়তানের অনিষ্ট হতে বাঁচার দোয়া।

৪৮। কঠিন পরিস্থিতি হতে বাঁচার দোয়া।

৪৯। অনাকাঙ্ক্ষিত সকল দুর্যোগ হতে বাঁচার দোয়া।

৫০। ঈমানেরসহিত মৃত্যুবরণ করার দোয়া।


লিখেছেন : mehejabin

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post