"আল্লাহর প্রতি সু-ধারণা পোষণ"-উত্তম ইবাদত
অন্তরের একটি সহজ ও গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর প্রতি সু-ধারণা পোষণ করা ও সর্বদা আল্লাহর রহমতের আশায় হৃদয়কে ভরপুর রাখা। রাসূলুল্লাহ (সা.) বলেনঃ“আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা আল্লাহর সর্বোত্তম ইবাদতের অন্যতম।”(আবু দাউদ, আস-সুনান,ইবনু হিব্বান)
সাম্ভাব্য বিপদের ক্ষেত্রে তো নয়ই, প্রকৃত বিপদের ক্ষেত্রেও মু’মিন কখনোই হতাশ হন না। কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন:"কষ্টের সাথে স্বস্তি আছে। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে।” (সূরা ইনশিরাহঃ ৫-৬)
যত কঠিন বিপদ বা সমস্যাই আসুক না কেন, মুমিনের হৃদয়ে অবিচল আস্থা থাকবে যে, তার করুণাময় দয়াময় প্রতিপালক তাকে অবশ্যই সাহায্য করবেন এবং তার জন্য যা কল্যাণকর তারই ব্যবস্থা করবেন।প্রবিত্র কোরআনে আল্লাহ বলেন :"একমাত্র কাফির সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না।”(সূরা ইউসুফঃ ৮৭)
সকল অবস্থায় ভাল চিন্তা করা, আল্লাহর রহমতে সকল বিপদ কেটে যাবেই এইরূপ সুদৃঢ় আশা পোষণ করা মুমিনের ঈমানের দাবী এবং আল্লাহর অন্যতম ইবাদত ও সাওয়াবের কাজ
আসুন ভাই ও বোনেরা নিজের পরিবার,বন্ধুসহ সমাজের সর্বস্তরে ইসলামের দাওয়াত পৌছে দিই,অন্তত যেনো আমরা সবাই পরকালে কঠিন বিচারের দিনে আল্লাহর কাছে বলতে পারি"আমরা দুনিয়ায় তোমার সৈনিক ছিলাম,তোমার ইসলাম প্রচারে অংশগ্রহণ করেছিলাম"।মনে রাখবেন আপনার দাওয়াত শুনে কেও যদি আমল করে তাহলে সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন,শুধু তাই নয় উপকারী ইলম(জ্ঞান)সাদকায়ে জারিয়ার মতো আপনার আমল নামায় সওয়াব যোগ করবে মৃত্যুর পরেও....প্রতিদিন ২৪ ঘন্টা সময়ের মধ্যে আমরা সবাই যদি মাত্র ১০ মিনিট সোশ্যাল মিডিয়ায় ইসলামের দাওয়াত দিই তাহলে সারাদেশে প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে যাবে ইনশাআল্লাহ....
No comments:
Post a Comment