🌸 হাশরের ময়দানে একজন পিতা'কে, "জান্নাতুল ফিরদাউসে" অর্থ্যাৎ "জান্নাতে'র সর্বোচ্চ স্থানে সম্মানিত করা হবে"।
তিনি ফেরেশতাদের'কে জিজ্ঞেস করবেন, আমি তো দুনিয়ার জীবনে এতো আমল করি নি, আমি এখানে কিভাবে এলাম.??
ফেরেশতারা উত্তর দিবেন,,: দুনিয়াতে আপনার সন্তানের "দোয়ার" জন্য আল্লাহ্ তায়া'লা আপনাকে ক্ষমা করেছেন এবং জান্নাতুল ফিরদাউসে সম্মানিত করেছেন।
(ইবনে মাজাহ ৩৬৬০)
সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ্!
পিতা মাতার খিদমত কারীর দোয়া কবুল হয়
(বুখারী--৫৯৭৪)
(আমীন)
No comments:
Post a Comment