21 October 2024

 দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। 

আযান ও ইকামতের মাঝখানে একাগ্রচিত্তে এই দোয়া করে দেখতে পারেন ইনশাআল্লাহ দেখবেন কবুল হয়ে গেছে। 

ইকামত কি এবং এর সময়ঃ

দোয়া কবুলের অন্যতম সময় হলো

 আযান ও ইকামতের মধ্যবর্তী সময় টুকু। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আযান ও ইকামতের মধ্যবর্তী ফিরিয়ে দেওয়া হয় না। 

(আবু দাউদ ৫২১. তিরমিজি ২১২)


অনেক বোনের জিজ্ঞাসা ইকামত কী?

আমরা কিভাবে বুঝব একামত কখন হচ্ছে?

মসজিদে আজান হওয়ার ১৫/৩০ মিনিট পর জামাতে নামাজ শুরু হয়। 

জামাতে নামাজ শুরুর পূর্বে আজানের বাক্যগুলো দিয়ে মসজিদে আবার আযান দেওয়া হয় এটাকেই ইকামত বলে। 


আযানের কতক্ষণ পরে ইকামাত শুরু হয়?

১. সাধারণত ফজরের আযানের ৩০ মিনিট পরে জামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়। 

যেমন বর্তমানে ভোর ৪ঃ৩০ মিনিটে আজান শুরু হয় ও ৫ঃ০০ ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়।

২. দেশের অধিকাংশ মসজিদে ১ টায় আজান হয়ে ১ টা ৩০ শে ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়। 

৩. আসরের আযান দেওয়ার ১৫ মিনিট পরেই ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়। 

৪. মাগরিবের আজান হওয়ার পর পরই ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়। 

৫. এশার আজান হওয়ার ১৫ মিনিট পর ইকামাতের মাধ্যমে জামাত শুরু হয়ে যায়। 


সাধারণভাবে আজান হওয়ার ১৫ মিনিট পর দোয়া শুরু করতে পারেন। কারণ আজান হওয়ার ১৫ মিনিট আগে কোথাও একামত হয় না, শুধু মাগরিবের নামাজ ছাড়া। 


দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন হোক সেটা সুরা ফাতেহা পড়ার মাধ্যমে বা শুধু প্রথম আয়াত পড়ার মাধ্যমে।

এরপরে দুরুদে ইব্রাহিম পড়বেন যে দুরুদ নামাজের শেষ বৈঠকে পড়া হয়।  

এরপর নিজের মতো করে দেওয়া শুরু করবেন। 

দোয়ার মাঝে একটু পর পর ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আস্তাগীছ পড়বেন। 

দোয়ায়ে ইউনুস ও পড়বেন। এবং ৩ বার ইয়া আরহামার রাহিমিন পড়বেন। 


অতঃপর দোয়া যখন শেষ করবেন পূর্বের মত আল্লাহর প্রশংসা ও দুরুদ শরীফ পড়বেন অথবা ইয়া যাল যালালি ওয়াল ইকরাম পড়ে শেষ করবেন। 

অথবা আল্লাহর কোন গুনবাচক নাম দিয়ে। 


অজু করে দোয়া করবেন এবং দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করবেন এটাই উত্তম পদ্ধতি। 


মহান আল্লাহ তায়ালা সবার মনের নেক আশা ও দোয়া গুলো কবুল করুন। আমীন ইয়া রব্বুল আলামীন।

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post