21 October 2024

 বিয়ের পর তিনি স্ত্রীর সাথে ছিলেন মাত্র ৪ দিন। এরপর চলে যান ব্যবসায়িক সফরে। 


সেই যুগে ব্যবসায়িক সফরে যেতে হলে দলবদ্ধভাবে যেতে হতো। বিয়ে করেছেন, কয়েকমাস অপেক্ষা করে যাবেন এই সুযোগ ছিলো না। এখন যেতে না পারলে এই মৌসুমে ব্যবসা হবে না।


ব্যবসায়ীক সফর থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। মদীনায় তাঁর আত্মীয়ের বাড়ি। কাফেলাকে বললেন, "আপনারা মক্কায় যান, আমি কিছুদিন এখানে থাকি৷ সুস্থ হবার পর মক্কায় ফিরবো।"


মদীনায় থাকার পর দেখা গেলো তাঁর অসুস্থতা বাড়ছে। সুস্থ হবার লক্ষণই নেই।


বিয়ের পর মাত্র ৪ দিন স্ত্রীকে সময় দেয়া সেই 'যুবক' তখনো জানতেন না যে তিনি কয়মাস পরই 'বাবা' হবেন। 


এই সংবাদ না জেনেই তিনি ইন্তেকাল করেন। 


ঐদিকে মক্কায় অপেক্ষা করছেন তাঁর স্ত্রী। প্রথমে কাফেলার কাছ থেকে জানলেন তাঁর স্বামী অসুস্থ, মদীনায় আছেন, কিছুদিন পর আসবেন।


কিছুদিন পর খবর আসলো তাঁর স্বামী ইন্তেকাল করেছেন।


তিনি ছিলেন কিশোরী। এই বয়সে বিধবা হলেন, সেই কষ্ট চিন্তা করা যায় না। তিনি যে এক সন্তানের মা হবেন, সেই খবরও স্বামীকে জানাতে পারেননি। 


ব্যবসায়ীক সফর শেষে অসুস্থ হয়ে যেই বাবা মদীনায় ইন্তেকাল করেন, এর প্রায় ৫৩ বছর পর সেই মদীনায় তাঁর ছেলে হিজরত করেন। 


বাবা ও ছেলের নাম কি  ?

এখানে বাবা হলেন আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব, আর ছেলে হলেন মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)


No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post