21 October 2024

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমরা চাইলে প্রতিদিনের দোয়ার মধ্যে এই দুটি দোয়া ও শামিল রাখতে পারি আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

 প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা 


আমরা চাইলে প্রতিদিনের দোয়ার মধ্যে এই  দুটি দোয়া ও শামিল রাখতে পারি  আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

.

 "আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?"

.

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে, কত সুন্দর করে চাইতে থাকে।

.

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই..

.

"কতই না উত্তম বন্ধু তিনি (আল্লাহ), কতই না উত্তম সাহায্যকারী।"

 (সুরাহ হাজ্জ, আয়াত : ৭৮)

No comments:

Post a Comment

 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post