15 March 2025

 সুরা কাফিরুন‌। 


পবিত্র কোরআনের ১০৯ নম্বর । ছোট ছোট মাত্র ৬ টা আয়াত । এ সুরা পাঠের পুরস্কার জানলে আপনি না পড়ে থাকতেই পারবেন না । আর রমজান তো কোরআন পাঠের মোক্ষম সময়। 


১. সুরা কাফিরুন সমগ্র কুরআনের চতুর্থাংশের সমান ।


রাসুলুল্লাহ সাঃ বলেছেন: “সুরা কাফিরুন কুরআনের এক চতুর্থাংশের সমান।”


(তিরমিজি: ২৮৯৩, সহিহুল জামে: ৪৪৭৪ - হাসান)


২. প্রতিদিন ফজরে ।


"আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাঃ ফজরের সুন্নতের দুই রাকাতে প্রথম রাকাতে 'সুরা কাফিরুন' এবং দ্বিতীয় রাকাতে 'সুরা ইখলাস' পাঠ করতেন।"


(সহিহ মুসলিম: ৭২৬, আবু দাউদ: ১২৫৮, তিরমিজি: ৪১৩, নাসাঈ: ৯৪৫, ইবনে মাজাহ: ১১৪৭)


৩. প্রতিদিন মাগরিবে ।


"ইবনে উমর রাঃ বলেন: আমি ২৪ বা ২৫ বার লক্ষ্য করেছি যে,  রাসূলুল্লাহ সাঃ মাগরিবের পর দুই রাকাত নামাজ পড়তেন এবং তাতে প্রথম রাকাতে 'সুরা কাফিরুন' ও দ্বিতীয় রাকাতে 'সুরা ইখলাস' পাঠ করতেন।"


(মুসনাদ আহমদ: ৫৬৭২, ইবনে হিব্বান: ২৫৭৯, বাইহাকি: ৪৪৪২, হাকিম: ১/২৬৮ - সহিহ বলেছেন)


৪. কাবা তাওয়াফ শেষে ।


"রাসুলুল্লাহ সাঃ যখন তাওয়াফ শেষ করতেন, তখন মাকামে ইবরাহিমের পেছনে দুই রাকাত নামাজ পড়তেন। প্রথম রাকাতে তিনি 'সুরা কাফিরুন' এবং দ্বিতীয় রাকাতে 'সুরা ইখলাস' পাঠ করতেন।"

(সহিহ মুসলিম: ১২১৮, তিরমিজি: ৮৬৯, নাসাঈ: ২৯১৯)


৫. শিরক থেকে মুক্তির ঘোষণা ।


হাদিসে এসেছে, "রাসূলুল্লাহ সাঃ বলেছেন সুরা কাফিরুন পড়ো, কারণ এটি শিরক থেকে মুক্তির ঘোষণা।"

(আহমদ: ১৭৩০৬, বাইহাকি: ৪৪১৬ - সহিহ)


৬. ঘুমোতে যাওয়ার আগে ।


"নবিজী সাঃ যখন বিছানায় যেতেন, তখন সুরা কাফিরুন পড়তেন এবং বলতেন, 'এটি শিরকমুক্ত থাকার ঘোষণা।'"

(আবু দাউদ: ৫০৫৫, তিরমিজি: ৩৪০৩ - হাসান সহিহ)


৭.  জান্নাতে প্রবেশের সুসংবাদ ‌


এক ব্যক্তি নবী সাঃ কে জিজ্ঞাসা করলেন:

"ইসলামে সবচেয়ে উত্তম কাজ কী?"

তিনি বললেন: "সুরা কাফিরুন পড়ো যখন তুমি ঘুমাতে যাবে, কারণ এটি শিরকমুক্ত থাকার দলিল, আর এটি পড়লে তুমি জান্নাতে প্রবেশ করবে।"

(বায়হাকি: ৪৪১৭ - হাসান)

01 March 2025

 বিশ্বাস করেন! সারাজীবনের সকল গুনাহ মাফের জন্য প্রোডাক্টিভ একটা রমাদান পাওয়া অনেক বড় নেয়ামত। তাই এবারের রমাদান হোক জীবনের সেরা রমাদান। 


রমাদান প্ল্যানার এর ছোট পরিকল্পনা সংগ্রহ করে ডিজাইন করলাম আলহামদুলিল্লাহ। এটা থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মত উপযোগী আমল কমবেশি করে আপনার রমাদানের পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন।


সবাই বেশি বেশি আমল করবেন এবং দ্বীনের পথে স্থির থাকবেন ইনশাআল্লাহ।  দু'আ করবেন আল্লাহ যেন আপনার এবং আমাদের ভালো কাজগুলো কবুল করেন।



 টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।              খতমে শিফা পড়ার নিয়ম। ১। ইস্তেগ্ফার- ১১বার ২। সূরা ফাতিহা- ১০০ বার ৩। দরূদ শ...

Popular Post